Saturday, June 4, 2022

ফেসবুক গ্রুপেও নিয়ে এলো এক বিশাল পরিবর্তন

আমরা জানি সোশ্যাল মিডিয়া জগতে ফেসবুক হলো সবচেয়ে জনপ্রিয় শেয়ার মাধ্যম। আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া অনেক কিছুই ফেসবুকের মাধ্যমে শেয়ার করি। আর এগুলো খুব সহজেই আমাদের ফেন্ডলিস্টের সকল মেম্বারই দেখতে, পড়তে ও জানতে পারে। বর্তমানে আমরা ফেসবুক কে খবরের পাতা হিসেবে গ্রহণ করেছি। 


ফেসবুকে রয়েছে বিলিয়ন বিলিয়ন ইউজার। কিন্তু ফেসবুকে একটা আইডিতে পাঁচ হাজারের বেশী মেম্বার এড করা যায় না। তাই আমরা ফেসবুক গ্রুপের সাহায্য নিয়ে থাকি। 

আমাদের মাঝে প্রায় ৯৫% মানুষই কোন না কোন গ্রুপের সাথে সম্পৃত্ত। ফেসবুক আইডি গুলোতে কোন কিছু শেয়ার করলে তেমন লাইক বা কমেন্ট আসে না। তাই আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের লেখা, ছবি, বা ওয়েবসাইট লিংক নানান গ্রুপে শেয়ার করে থাকি। আর কয়েক মিনিটের ভেতেরেই দেখতে পাই হাজার হাজার লাইক ও কমেন্ট। 

 আমরা আগে নিজের মতো করে ফেসবুক গ্রুপে মেম্বার এড করতে পারতাম। কিন্তু এখন আর সেই প্রসেসে মেম্বার এড করতে পারি না। কারণ হচ্ছে আমাদের মাঝে অনেক ফেসবুক ইউজার আছে যারা গ্রুপের সাথে এড হতে চায় না। বিরক্তিকর মনে করে। তাদের মাঝে প্রায় অধিকাংশ লোকই ফেসবুক কমিউনিটিকে গ্রুপ সম্পর্কে রিপোর্ট করেছে।

 তাই ফেসবুক কমিউনিটি প্রুপের একটা পরিবর্তন আনা জরুরি মনে করেছে। আর এজন্যই বিশাল পরিবর্তন নিয়ে এসেছে গ্রুপেও। এখন যদি নতুন কোনো মেম্বার এড করতে হয় তবে তার পার্মিশন নিয়ে এড করতে হবে। যেমনটা ফেসবুক পেইজের ক্ষেত্রে হয়। কিছু প্রশ্নের উত্তরও এখানে দিয়ে দিচ্ছি। 

অনেকেই প্রশ্ন করেছেন যে কিছুদিন ধরে গ্রুপের মেম্বার আপনা আপনিই কমে যাচ্ছে কেন? এটাও মূলত নতুন আপডেটরে কারণে হচ্ছে। যে মেম্বার গুলো গ্রুপে এড হওয়ার পর থেকে কখনই গ্রুপে কোন পোস্ট দেয়নি, কারো পোস্টে লাইক বা কমেন্ট করেনি, এমনকি শেয়ারও করেনি, তাদেরকে ফেসবুকের পক্ষ থেকেই গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। সেম সমস্যাটা ফেসবুক পেইজের ক্ষেত্রেও হয়েছে। 

 আবার অনেকেই বলেছেন ৩/৪ মাস হওয়ার পরও গ্রুপের নাম পরিবর্তন করতে পারছি না কেন? এটাই সেই নতুন আপডেটের ফলে। কিছুদিনের জন্য এই পরিসেবাটি বন্ধ রেখেছে। তবে আশা করছি গ্রুপের নাম পরিবর্তনের সমস্যাটা খুব শিঘ্রই সমাধান করে দেবে ফেসবুক।

No comments:

Post a Comment

গুগল নিউ লিংক স্পাম আপডেট পর্যালোচনা

  গুগল নিউ লিংক স্পাম আপডেট পর্যালোচনা গুগল নিউ লিংক স্পাম আপডেট, ১৪ ডিসেম্বর, 2022 শুরু হয়েছে। এটি সম্পূর্ণ হতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগ...