Tuesday, September 27, 2022

দীন মুহাম্মদ এর কবিতা

 


অক্টোপাস দুঃখ

—--দীন মুহাম্মদ
শোন্ দাদু,ওই বিরান বাড়ি
থাকতো মুখর হাসিতে
পরিস্থিতি পাল্টে গেল
সেই উনিশশো আশিতে।
বাড়ির মালিক খগেন বাবু
পা দিলেন ঠিক আশিতে
বউটা মরলো কলেরাতে
ছেলে মরলো ফাঁসিতে।
হাঁটুর ব্যথায় ঘুম আসে না
মারল গুঁতা খাসিতে
মাঝেমাঝে দম এঁটে যায়
ধরলো ভীষণ কাশিতে।
চাইলেও সেই আগের মতো
সুর ওঠে না বাঁশিতে
বলল লোকে চলছে বাবুর
শনির দশা রাশিতে।
লোকের কথায় ভেবে ভেবে
দুঃখ কষ্ট নাশিতে
ঘরবাড়ি সব ফেলে রেখে
তীর্থে গেলেন কাশিতে।

মাটির মানুষ মাটি হয়ে যায়


—-----দীন মুহাম্মদ
মাটির দেহধারী মাটিরেই অবহেলা করে আজীবন
অথচ মাটির খাঁচা,ধরে রাখে তারে আমরণ।
ধুলো মেখে গেলে গায়ে,সযতনে ধুয়ে সাফ করে
মাটিরে রাখতে দূরে,দামী দামী জুতো পায়ে পরে।
যেন অহঙ্কারী জুতো-পরা উদ্ধত পদভারে
মাটির বুকটারে ভেঙে দিতে চায় বারেবারে।
মাটিতে পাতানো হয় বিছানা শেষবারে
ডানে মাটি বামে মাটি,মাটি সবধারে।
একদিন দেহটাই মাটি হয়ে যায় একেবারে
মাটির দেহখানি মাটিরে এড়াতে কি পারে !
এইভাবে মানুষের,মাটি হওয়া দেখি আজীবন
আমিওযে মাটি হব ভুলে যায় তবু ভোলামন।

বিঃদ্রঃ আমার অপর আইডিতে(Deen Muhammad) ০৯/৯/২২ তারিখে পোস্টকৃত

দহন


—-দীন মুহাম্মদ
তুমি হয়তো আমাকে মানুষ মনে করোনি
হয়তো একটা সিগারেটই মনে করেছিলে
তাইতো তোমার উগ্র আধুনিক ঠোঁটে চেপে
ধোঁয়া টেনে টেনে আমাকে পুড়িয়েছ।
আমি পুড়ে পুড়ে ছাই হয়ে মাটিতে পড়েছি
বাকি অংশ মাটিতে ফেলে পায়ে পিষেছো
আমি মাটিতে মিশে মিশে মাটি হয়ে গেছি
আমার বুকের উপর দিয়ে তুমি হেঁটে হেঁটে যাও।
তুমি দহনের কষ্ট বোঝোনি,মাটির কষ্ট বোঝোনি
কেননা, তুমি হয়তো আমাকে মানুষ মনে করোনি
হয়তো একটা সিগারেটই মনে করেছিলে
অথচ মানুষেরা বলে,আমি নাকি মানুষই ছিলাম।

দুর্বোধ্য


–-----দীন মুহাম্মদ
যখন বুকের ভেতরটা ভাঙে নিঃসীম বেদনায়
সেখানেও হয় রক্তক্ষরণ,টকটকে লাল রক্ত
অনেক চেষ্টায়ও টিকটিকিকে বোঝানো যায়নি।
নিঃসঙ্গ নির্ঘুম ঘুটঘুটে অন্ধকার রাতে
বুকের পাড়ও ভেঙে পড়ে নদীর পাড়ের মতো
পেঁচাকে বোঝানো গেল না কোনোভাবে।
প্রিয়জনকে হারানোর কষ্টগুলো পেন্ডুলামের মতো
মাথার ভেতর দুলে দুলে জীবনকে নিরানন্দ করে তোলে
শুনে মাছেরা অবিশ্বাসের হাসি হেসে বলে,'মিথ্যেবাদী'।
কীভাবে বেঁচে আছি বলি যদি,জানি বুঝবে না
বুকের কষ্টগুলো তাই না-বলাই থেকে যাক
সূর্যের সাথে ভূগর্ভস্থ ফসিলের না বলা কষ্টের মতো।

ফর্দ

—--দীন মুহাম্মদ
পকেট প্রায় খালি
তায় এসেছে শালি
বেতন ছ‘দিন পরে
কিছুই নেই ঘরে ।
কিনতে হবে চাল
পেয়াজ মরিচ ডাল
মাছ গোশত ডিম
সাবান টিস্যু ভিম
মসলা হলুদ নুন
পান সুপারি চুন
ফল আর কোকোকোলা
গরম ভাজা ছোলা
রসমালাই দই
শালির ছেলের বই।.......
আর হলো না পড়া
বাজার ভীষণ চড়া
হাতে নিয়ে ফর্দ
দেখছে আঁধার মর্দ।

বৃষ্টিতে


—---দীন মুহাম্মদ
অঝোর ধারায় বৃষ্টি ঝরছে
ব্যাঙেরা ধরেছে গান
ছেলেরা খুশিতে নাইতে নেমেছে
ওদের মুখেও তান।
ধনীরা অনেকে খিচুড়ি খাচ্ছে
অনেকে গোস্ত-ভাত
অনেক মজুর খেতেই পায়নি
কপালে উঠেছে হাত।
আশেক-মাশুক গল্পে গল্পে
সময় করছে পার
কিষান -কিষানি গল্প ভুলেছে
কপাল ভেসেছে তার।

লেখকের ফেসবুক প্রোফাইলঃ দীন মুহাম্মদ

আরও পড়ুনঃ https://shakil-tech.blogspot.com/


Like
Comment
Share

গুগল নিউ লিংক স্পাম আপডেট পর্যালোচনা

  গুগল নিউ লিংক স্পাম আপডেট পর্যালোচনা গুগল নিউ লিংক স্পাম আপডেট, ১৪ ডিসেম্বর, 2022 শুরু হয়েছে। এটি সম্পূর্ণ হতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগ...