Friday, December 23, 2022

গুগল নিউ লিংক স্পাম আপডেট পর্যালোচনা

 

গুগল নিউ লিংক স্পাম আপডেট পর্যালোচনা
গুগল নিউ লিংক স্পাম আপডেট, ১৪ ডিসেম্বর, 2022 শুরু হয়েছে। এটি সম্পূর্ণ হতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। আজ এই পোস্টের মাধ্যমে আমরা উক্ত আপডেট সম্পর্কে পর্যালোচনা করবো।
গুগল বলছে__ সার্চ রাঙ্কিংকে মানিপুলেট করার জন্য প্রাপ্ত লিঙ্কগুলি হল স্প্যাম লিঙ্ক। আমাদের অ্যালগরিদম এবং ম্যানুয়াল অ্যাকশনগুলি এই অস্বাভাবিক লিঙ্কগুলিকে বাতিল করার জন্য লক্ষ্য রাখে এবং আমরা আমাদের এলগরিদম উন্নত করতে থাকব।
আপনি যদি অবৈধ লিঙ্ক বিল্ডিংয়ে জড়িত থাকেন কিংবা এমন সাইটগুলির সাথে লিঙ্ক লেন-দেন করেন, তাহলে আপনার সাইটে বিরুপ প্রতিক্রিয়া হতে পারে।
গুগল নিউ লিংক স্পাম আপডেট, ১৪ ডিসেম্বর, 2022 এ শুরু করে, যার নাম 2022 সালের ডিসেম্বর লিঙ্ক স্প্যাম আপডেট। এটি স্প্যামব্রেইন এআই ব্যবহার করে “লিঙ্ক কেনা-বেচা সাইট এবং এক্সটারনাল লিঙ্কগুলি পাস করার উদ্দেশ্যে ব্যবহৃত সাইট উভয়ই সনাক্ত করবে।
পর্যালোচনা:- গুগল নিউ লিংক স্পাম আপডেট, ডিসেম্বর, 2022
গুগল নিউ লিংক স্পাম আপডেট সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হচ্ছে__
নাম: Google ডিসেম্বর 2022 লিঙ্ক স্প্যাম আপডেট।
লঞ্চের তারিখ: এটি ডিসেম্বর 14 তারিখ হতে শুরু করে।
রোলআউট: সম্পূর্ণরূপে রোল আউট হতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগবে।
লক্ষ্যবস্তু: এটি আনলিমিটেড লিঙ্ক তৈরী কারী সাইট, লিঙ্ক বেচা-কেনা সাইট এবং এক্সটারনাল লিঙ্ক পাস করার উদ্দেশ্যে ব্যবহৃত সাইট উভয়কেই লক্ষ্য করবে।
বিশ্বব্যাপী এবং সমস্ত ভাষা: এটি একটি বিশ্বব্যাপী লঞ্চ এবং সমস্ত ভাষাকে প্রভাবিত করবে।
শাস্তি: এটি স্প্যাম হিসাবে সনাক্ত করা লিঙ্কগুলিকে নিরপেক্ষ (অকার্যকর) করবে এবং এইভাবে সনাক্ত করা লিঙ্কগুলিকে গণনা করা হবে না এবং রাঙ্ক ডাউন দেখাতে পারে।
ম্যানুয়াল অ্যাকশন নয়: এটি কোনও ম্যানুয়াল অ্যাকশন নয়, তাই আপনি আঘাত পেলে সার্চ কনসোলে আপনাকে জানানো হবে না।
স্প্যামব্রেইন: এই প্রথমবার গুগল তার AI-ভিত্তিক স্প্যাম সনাক্তকরণ, অর্থাৎ, স্প্যামব্রেইন, লিঙ্ক স্প্যামের উদ্দেশ্যে ব্যবহার করছে৷
ডিসেম্বর 2022 লিঙ্ক স্প্যাম আপডেটে কী আছে?
Google তার স্প্যাম শনাক্তকরণ সিস্টেমকে আপগ্রেড করছে বেচা-কেনা করা লিঙ্কগুলি খুঁজে পাওয়ার এবং অন্যান্য সাইটের লিঙ্কগুলি পাস করার জন্য প্রাথমিকভাবে ব্যবহৃত ডোমেনগুলি সনাক্ত করার ক্ষমতা সহ।
ডিসেম্বর 2022 লিঙ্ক স্প্যাম আপডেট অপ্রাকৃতিক লিঙ্ক বাতিল করতে Google এর AI-ভিত্তিক স্প্যাম-প্রতিরোধ ব্যবস্থা, SpamBrain ব্যবহার করে।
সরাসরি স্প্যাম শনাক্ত করার পাশাপাশি, গুগল বলেছে যে স্প্যামব্রেইন এখন লিঙ্ক বেচা-কেনার সাইট এবং এক্সটারনাল তৈরির জন্য ব্যবহৃত সাইটগুলি সনাক্ত করতে পারে।
ডিসেম্বর 2022 লিঙ্ক স্প্যাম আপডেট কি আমার সাইটকে প্রভাবিত করবে?
Google পরামর্শ দেয় যে,গুগল নিউ লিংক স্পাম আপডেট অপ্রাকৃতিক লিঙ্কগুলিকে নিরপেক্ষ করে, লিঙ্কিং ডোমেইনে পাস করা যে কোনো সিগন্যালকে সরিয়ে দেওয়ার কারণে রাঙ্কিং পরিবর্তন হতে পারে।
এই আপডেটটি সমস্ত ভাষায় সার্চ ফলাফলকে প্রভাবিত করে, সুতরাং ব্যাপক প্রভাব ফেলবে। আপনার সাইট এই আপডেটের দ্বারা প্রভাবিত হয়েছে কিনা তা নির্ভর করবে আপনার অর্জন করা লিঙ্কগুলির উপর এবং কীভাবে আপনি অন্যান্য পৃষ্ঠাগুলিতে লিঙ্ক করেন তার উপর নির্ভর করে।
অর্গানিক রাঙ্কিং বাড়ানোর জন্য প্রাথমিকভাবে লিঙ্ক পাওয়ার বিরুদ্ধে Google-এর কঠোর নির্দেশিকা রয়েছে। উপরন্তু, Google-এর কাছে অন্যান্য ওয়েবসাইটে পাস করা যোগ্য লিঙ্ক সম্পর্কে নির্দেশিকা রয়েছে।
আপনি যদি কন্টেন্টের একটি অংশের মধ্যে একটি অ্যাফিলিয়েট লিঙ্ক এম্বেড করছেন, উদাহরণস্বরূপ, আপনাকে একটি rel=স্পন্সর ট্যাগ দিয়ে সেই লিঙ্কটিকে যোগ্যতা অর্জন করতে হবে।
অ্যাফিলিয়েট লিঙ্কগুলিকে যথাযথভাবে ট্যাগ করতে ব্যর্থ হলে আপনার সাইট লিঙ্ক স্প্যাম আপডেটের দ্বারা প্রভাবিত হতে পারে।
উপরন্তু, আপনাকে rel=nofollow দিয়ে গেস্ট পোস্টে লিঙ্ক ট্যাগ করতে হবে, অথবা এটি আপনাকে Google-এর সাথেও সমস্যায় ফেলতে পারে।
আপনি যদি ইন্টারনাল এবংএক্সটারনাল লিঙ্কগুলির বিষয়ে Google-এর সেরা অনুশীলনগুলি অনুসরণ করেন, তাহলে আশা করা যায়, ডিসেম্বর 2022 লিঙ্ক স্প্যাম আপডেট আপনাকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে না।
মন্তব্য
উপরোক্ত গুগল নিউ লিংক স্পাম আপডেট পর্যালোচনা থেকে বোঝা যায় যে, গুগল কে ফাঁকি দেওয়া সহজ নয়। সুতরাং আমাদের বৈধ প্রক্রিয়ায় লং টার্মে সুনির্দিষ্ঠ প্লান মাফিক কাজ করতে হবে। লিংকবিল্ডিংয়ে যথেস্ট সচেতন হতে হবে। লিংক বেচা-কেনা হয় এমন সাইট থেকে লিংক করা যাবে না।
যদিওবা আপডেট টি এখনও শেষ হয়নি, তবুও সম্প্রতি শোনা যাচ্ছে অনেকের সাইট অলরেডি রাঙ্ক ডাউন হওয়া শুরু হয়েছে। এমতাবস্তায় কেউ কোন সাইটের লিংক পরিবর্তন করবেন না। কেননা তাতে হিতে বিপরীতও হতে পারে।
May be an image of text that says 'ডিসেম্বর ২০২২ গুগল লিংক স্পাম আপডেট পর্যালোচনা freelancermillad.com Link Spam Update'


Tuesday, September 27, 2022

দীন মুহাম্মদ এর কবিতা

 


অক্টোপাস দুঃখ

—--দীন মুহাম্মদ
শোন্ দাদু,ওই বিরান বাড়ি
থাকতো মুখর হাসিতে
পরিস্থিতি পাল্টে গেল
সেই উনিশশো আশিতে।
বাড়ির মালিক খগেন বাবু
পা দিলেন ঠিক আশিতে
বউটা মরলো কলেরাতে
ছেলে মরলো ফাঁসিতে।
হাঁটুর ব্যথায় ঘুম আসে না
মারল গুঁতা খাসিতে
মাঝেমাঝে দম এঁটে যায়
ধরলো ভীষণ কাশিতে।
চাইলেও সেই আগের মতো
সুর ওঠে না বাঁশিতে
বলল লোকে চলছে বাবুর
শনির দশা রাশিতে।
লোকের কথায় ভেবে ভেবে
দুঃখ কষ্ট নাশিতে
ঘরবাড়ি সব ফেলে রেখে
তীর্থে গেলেন কাশিতে।

মাটির মানুষ মাটি হয়ে যায়


—-----দীন মুহাম্মদ
মাটির দেহধারী মাটিরেই অবহেলা করে আজীবন
অথচ মাটির খাঁচা,ধরে রাখে তারে আমরণ।
ধুলো মেখে গেলে গায়ে,সযতনে ধুয়ে সাফ করে
মাটিরে রাখতে দূরে,দামী দামী জুতো পায়ে পরে।
যেন অহঙ্কারী জুতো-পরা উদ্ধত পদভারে
মাটির বুকটারে ভেঙে দিতে চায় বারেবারে।
মাটিতে পাতানো হয় বিছানা শেষবারে
ডানে মাটি বামে মাটি,মাটি সবধারে।
একদিন দেহটাই মাটি হয়ে যায় একেবারে
মাটির দেহখানি মাটিরে এড়াতে কি পারে !
এইভাবে মানুষের,মাটি হওয়া দেখি আজীবন
আমিওযে মাটি হব ভুলে যায় তবু ভোলামন।

বিঃদ্রঃ আমার অপর আইডিতে(Deen Muhammad) ০৯/৯/২২ তারিখে পোস্টকৃত

দহন


—-দীন মুহাম্মদ
তুমি হয়তো আমাকে মানুষ মনে করোনি
হয়তো একটা সিগারেটই মনে করেছিলে
তাইতো তোমার উগ্র আধুনিক ঠোঁটে চেপে
ধোঁয়া টেনে টেনে আমাকে পুড়িয়েছ।
আমি পুড়ে পুড়ে ছাই হয়ে মাটিতে পড়েছি
বাকি অংশ মাটিতে ফেলে পায়ে পিষেছো
আমি মাটিতে মিশে মিশে মাটি হয়ে গেছি
আমার বুকের উপর দিয়ে তুমি হেঁটে হেঁটে যাও।
তুমি দহনের কষ্ট বোঝোনি,মাটির কষ্ট বোঝোনি
কেননা, তুমি হয়তো আমাকে মানুষ মনে করোনি
হয়তো একটা সিগারেটই মনে করেছিলে
অথচ মানুষেরা বলে,আমি নাকি মানুষই ছিলাম।

দুর্বোধ্য


–-----দীন মুহাম্মদ
যখন বুকের ভেতরটা ভাঙে নিঃসীম বেদনায়
সেখানেও হয় রক্তক্ষরণ,টকটকে লাল রক্ত
অনেক চেষ্টায়ও টিকটিকিকে বোঝানো যায়নি।
নিঃসঙ্গ নির্ঘুম ঘুটঘুটে অন্ধকার রাতে
বুকের পাড়ও ভেঙে পড়ে নদীর পাড়ের মতো
পেঁচাকে বোঝানো গেল না কোনোভাবে।
প্রিয়জনকে হারানোর কষ্টগুলো পেন্ডুলামের মতো
মাথার ভেতর দুলে দুলে জীবনকে নিরানন্দ করে তোলে
শুনে মাছেরা অবিশ্বাসের হাসি হেসে বলে,'মিথ্যেবাদী'।
কীভাবে বেঁচে আছি বলি যদি,জানি বুঝবে না
বুকের কষ্টগুলো তাই না-বলাই থেকে যাক
সূর্যের সাথে ভূগর্ভস্থ ফসিলের না বলা কষ্টের মতো।

ফর্দ

—--দীন মুহাম্মদ
পকেট প্রায় খালি
তায় এসেছে শালি
বেতন ছ‘দিন পরে
কিছুই নেই ঘরে ।
কিনতে হবে চাল
পেয়াজ মরিচ ডাল
মাছ গোশত ডিম
সাবান টিস্যু ভিম
মসলা হলুদ নুন
পান সুপারি চুন
ফল আর কোকোকোলা
গরম ভাজা ছোলা
রসমালাই দই
শালির ছেলের বই।.......
আর হলো না পড়া
বাজার ভীষণ চড়া
হাতে নিয়ে ফর্দ
দেখছে আঁধার মর্দ।

বৃষ্টিতে


—---দীন মুহাম্মদ
অঝোর ধারায় বৃষ্টি ঝরছে
ব্যাঙেরা ধরেছে গান
ছেলেরা খুশিতে নাইতে নেমেছে
ওদের মুখেও তান।
ধনীরা অনেকে খিচুড়ি খাচ্ছে
অনেকে গোস্ত-ভাত
অনেক মজুর খেতেই পায়নি
কপালে উঠেছে হাত।
আশেক-মাশুক গল্পে গল্পে
সময় করছে পার
কিষান -কিষানি গল্প ভুলেছে
কপাল ভেসেছে তার।

লেখকের ফেসবুক প্রোফাইলঃ দীন মুহাম্মদ

আরও পড়ুনঃ https://shakil-tech.blogspot.com/


Like
Comment
Share

Tuesday, June 14, 2022

#যেসব গোগল র‍্যাংকিং ফ্যাক্টর যা আপনার মোটেও অবহেলা করা ঠিক না

 #যেসব গোগল র‍্যাংকিং ফ্যাক্টর যা আপনার মোটেও অবহেলা করা ঠিক না (৩য় পর্ব) 

[এই পর্বে ২ টি বেসিক কিন্তু প্রায় সব ধরনের সাইটের জন্য গুরুত্বপূর্ন কিছু র‍্যাংকিং ফ্যাক্টর দেওয়া হলো]  

* Content depth

গোগল তার সার্চ রেসাল্টে সবচে ইউজফুল কন্টেন্ট টাকে র‍্যাংক দিতে চায়, তাই র‍্যাংক পাওয়ার চাবী হলো সার্চ কারীরা যা জানতে চায় তার সবকিছু কভার করা। 

তবে এটা মানে এই না কন্টেন্ট অনেক বড় হতে হবে। বড় কন্টেন্ট সবসময় ভাল নয়।

সার্চকারীদের কাছে কোনটা গুরুত্বপূর্ন এবং তারা কি দেখতে চায় সেটাই প্রধান। 

উদাহরন হিসাবে একটা কিওয়ার্ড নিন, এমন  “best watch brands.”

এখানে সার্চ ইন্টেন্ট এনালাইসিস করে স্পষ্ট ভাবেই বুঝা যাচ্ছে মানুষ এখানে  best luxury watches and brands এর লিস্ট দেখতে চায়। কিন্তু তা থেকে এটা বুঝা যায় না কন্টেন্ট ওয়াইস কি গুরুত্বপূর্ন, তাই আসুন দেখা যাক টপ র‍্যাংকিং পেজগুলার মধ্যে কোন বিষয় গুলো কমন। 

প্রথমত, তারা সবাই প্রাইস মেনশন করেছে। 

এটা যুক্তির মধ্যে পরে। সার্চকারীরা এখানে মার্কেটে নতুন একটি ঘড়ি খুঁজছ এবং সবার ই একটা নির্দিষ্ট বাজেট আছে। 

দ্বিতীয়ত, তারা সবাই  Rolex এর মত পপুলার ব্রান্ড এর ঘড়িগুলো মেনশন করেছে। 

এটাও যুক্তির ভেতরেই পরে, কারন  luxury watch brands এর কোন লিস্ট যেখানে Rolex এর কোন  ঘড়ি নেই এমন টা কল্পনা করা শক্ত। 

তৃতীয়ত তারা সবাই ঘড়ির technical specifications যেমন diameter and thickness এসব ব্যাপারে কথা বলেছে। 

আপনি যদি এই কিওয়ার্ড টায় র‍্যাংক করতে চান আপনারও এসব বিষয় নিয়ে কথা বলা উচিৎ। 

এখানে অন্যদের কপি করা নয় বরং গোগলের টপ র‍্যাংকিং রেসাল্ট গুলো   থেকে কমন বিষয় গুলো খুঁজে বের করা বুঝার জন্য যে সার্চ কারীদের কাছে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ন। 

আপনি আরোও গোগলের  “People also ask” নামক অপশন টা থেকে clues খুঁজে বের করার জন্য যে সার্চকারীদের কাছে কোন বিষয়গুলো মেটার করে। এবং সার্চ পেজের শেষে “related searches” অপশন থেকেও আইডিয়া নিতে পারেন।

*Page speed

পেজ স্পিড কে ২০১০ সাল থেকে র‍্যাংকিং ফ্যাক্টর হিসাবে বিবেচনা করা হয় এবং তখন সেটা ডেস্কটপ থেকে সার্চ করা কিওয়ার্ড গুলো ১% কে এফেক্ট করেছিল। 

২০১৮ সালে তাতে পরিবর্তন আসে যখন গোগল এই র‍্যাংকিং ফ্যাক্টর টা মোবাইল থেকে সার্চের জন্যও এড করে। 

যাহোক, এখনো এই ফ্যাক্টর টা খুব কম শতাংশ কিওয়ার্ড গুলোকেই এফেক্ট করে এবং এটা অইসব ওয়েব পেজ গুলর জন্য সমস্যা যেগুলো "ইউজার দের খুব ধীরগতির এক্সপেরিয়েন্স দেয়"। 

এটি একটি গুরুত্বপূর্ন বিষয়। কম্পেটিটর মাত্র কয়েক মিলিসেকেন্ডে পেছনে ফেললেই "খেলায় জিতে গেলেন/র‍্যাংকে এগিয়ে যাবেন" এমন কোন বিষয় এখানে নেই। এটা হচ্ছে নিশ্চিত করা আপনার সাইটের স্পিড যথেষ্ট পরিমান ফাস্ট যাতে আপনার ইউজার দের মধ্যে নেগেটিভ ইম্পাক্ট না পরে। 

তাহলে কতটা ফাস্ট হতে হবে? 

২০১৮ সালে গোগল বলেছে মোবাইল পেজ গুলো ইউজার দের ৩ সেকেন্ডের মধ্যে তাদের কন্টেন্ট শো করবে।

তারা আরোও বলেছে একটা মোবাইল পেজের স্পিড 500kb এর নিচে হতে হবে। 

আপনি আপনার পেজ স্পিড নিয়ে চিন্তিত হলে  Google Search Console এ Speed report চেক করতে পারেন। সেখানে আপনার কোন পেজগুলো ডেস্কটপে এবং মোবাইলে স্লো স্পিডে লোড হয় দেখতে পাবেন। 

এই পার্টের মুলবক্তব্যঃ Make sure your pages load fast enough for users. 

[Ahrefs এর একটি পোস্ট অনুসরন করে যথাসম্ভব সহজ ভাবে দেওয়ার চেষ্টা করেছি, আশাকরি অনেকের অনেক উপকারে আসবে]

আরো পড়ুনঃ  বাংলাদেশের সেরা ব্লগ সাইট

Saturday, June 4, 2022

ফেসবুক গ্রুপেও নিয়ে এলো এক বিশাল পরিবর্তন

আমরা জানি সোশ্যাল মিডিয়া জগতে ফেসবুক হলো সবচেয়ে জনপ্রিয় শেয়ার মাধ্যম। আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া অনেক কিছুই ফেসবুকের মাধ্যমে শেয়ার করি। আর এগুলো খুব সহজেই আমাদের ফেন্ডলিস্টের সকল মেম্বারই দেখতে, পড়তে ও জানতে পারে। বর্তমানে আমরা ফেসবুক কে খবরের পাতা হিসেবে গ্রহণ করেছি। 


ফেসবুকে রয়েছে বিলিয়ন বিলিয়ন ইউজার। কিন্তু ফেসবুকে একটা আইডিতে পাঁচ হাজারের বেশী মেম্বার এড করা যায় না। তাই আমরা ফেসবুক গ্রুপের সাহায্য নিয়ে থাকি। 

আমাদের মাঝে প্রায় ৯৫% মানুষই কোন না কোন গ্রুপের সাথে সম্পৃত্ত। ফেসবুক আইডি গুলোতে কোন কিছু শেয়ার করলে তেমন লাইক বা কমেন্ট আসে না। তাই আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের লেখা, ছবি, বা ওয়েবসাইট লিংক নানান গ্রুপে শেয়ার করে থাকি। আর কয়েক মিনিটের ভেতেরেই দেখতে পাই হাজার হাজার লাইক ও কমেন্ট। 

 আমরা আগে নিজের মতো করে ফেসবুক গ্রুপে মেম্বার এড করতে পারতাম। কিন্তু এখন আর সেই প্রসেসে মেম্বার এড করতে পারি না। কারণ হচ্ছে আমাদের মাঝে অনেক ফেসবুক ইউজার আছে যারা গ্রুপের সাথে এড হতে চায় না। বিরক্তিকর মনে করে। তাদের মাঝে প্রায় অধিকাংশ লোকই ফেসবুক কমিউনিটিকে গ্রুপ সম্পর্কে রিপোর্ট করেছে।

 তাই ফেসবুক কমিউনিটি প্রুপের একটা পরিবর্তন আনা জরুরি মনে করেছে। আর এজন্যই বিশাল পরিবর্তন নিয়ে এসেছে গ্রুপেও। এখন যদি নতুন কোনো মেম্বার এড করতে হয় তবে তার পার্মিশন নিয়ে এড করতে হবে। যেমনটা ফেসবুক পেইজের ক্ষেত্রে হয়। কিছু প্রশ্নের উত্তরও এখানে দিয়ে দিচ্ছি। 

অনেকেই প্রশ্ন করেছেন যে কিছুদিন ধরে গ্রুপের মেম্বার আপনা আপনিই কমে যাচ্ছে কেন? এটাও মূলত নতুন আপডেটরে কারণে হচ্ছে। যে মেম্বার গুলো গ্রুপে এড হওয়ার পর থেকে কখনই গ্রুপে কোন পোস্ট দেয়নি, কারো পোস্টে লাইক বা কমেন্ট করেনি, এমনকি শেয়ারও করেনি, তাদেরকে ফেসবুকের পক্ষ থেকেই গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। সেম সমস্যাটা ফেসবুক পেইজের ক্ষেত্রেও হয়েছে। 

 আবার অনেকেই বলেছেন ৩/৪ মাস হওয়ার পরও গ্রুপের নাম পরিবর্তন করতে পারছি না কেন? এটাই সেই নতুন আপডেটের ফলে। কিছুদিনের জন্য এই পরিসেবাটি বন্ধ রেখেছে। তবে আশা করছি গ্রুপের নাম পরিবর্তনের সমস্যাটা খুব শিঘ্রই সমাধান করে দেবে ফেসবুক।

Sunday, May 1, 2022

The role of our service in the world court



The triumph of technology has surpassed the world. So in this digital age, you may not find people who do not practice technology.

With the advancement of technology and welfare, people of all professions now use the Internet. Almost all of us have entered a new world using the digital devices discovered by the Internet and technology.

We often encounter various problems while using those digital devices used in daily life. And various organizations have been formed to show the way to solve these problems.

Just as we, the Shakil Tech family, are advancing in our quest for solutions to the various problems of digital devices and the Internet, so too are many more organizations like ours providing services.

We have a lot of visitors who are obsessed with technology. Many of them are looking for good technology websites. Considering the visitors, we have made a list of some of the best courtyard websites in the world. Hope everybody on this site also had a great day.

bangla guide  

Dear reader, I hope you enjoyed the article.

Read more articles: Google Ranking Factor 

Tuesday, April 19, 2022

The best Bangla technology website


There is no shortage of such blogs on the internet publishing Bengali articles. However, if you look at the quality, you will not find many websites except a handful of websites.


I have been connected to the internet since about 2013. However, in my experience, I have not found a site that writes very good quality content.


In 2020, I have made a list with the names of several websites. I have included the best Bengali language websites.


I will not give you the whole list. But I will name a few of my favorite sites, from which you will get high quality content.

Let's find out one by one.

The best Bangla technology website

Let's start with Bangla Tech Blog. But at the beginning I said I will not make this list long.

I will just name a few sites.

(1) Iqra Bari.com

Bondhu24 is an Online income and Technology based 

information built on blog site. If you are interested 

in earn money by Freelancing and gaining Technology 

based knowledge then this is a useful website for you.


গুগল নিউ লিংক স্পাম আপডেট পর্যালোচনা

  গুগল নিউ লিংক স্পাম আপডেট পর্যালোচনা গুগল নিউ লিংক স্পাম আপডেট, ১৪ ডিসেম্বর, 2022 শুরু হয়েছে। এটি সম্পূর্ণ হতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগ...